ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীর জাতীয় সড়কের উপর খাদে পড়ে পড়ে গেল অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাস। মৃতের সংখ্যা কমপক্ষে ১৬। আহত ৩০-এর বেশি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রামবানের কাছে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকাজ চালাচ্ছে সেনা। দুর্ঘটনাগ্রস্ত বাসটি অমরনাথ তীর্থযাত্রীদের সরকারি কনভয়ের অন্তর্গত । গত সপ্তাহেই কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। নিরস্ত্র যাত্রীদের ওপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। প্রাণ হারান ৮ জন তীর্থযাত্রী।


পহেলগাম থেকে ৪৬ কিলোমিটার ও বালতাল থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত পবিত্র অমরনাথ ধাম। আগামী ৭ অগাস্ট পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রা চলবে বলে পূর্ব নির্ধারিত।


আরও পড়ুন, ১৫৮১ জন 'অপরাধী'র ভোটে নির্বাচিত হবেন ভারতের রাষ্ট্রপতি