এই হিট অ্যান্ড রানের ভিডিও দেখুন আর হেসে ‘খুন’ হোন
আবার খবরে একটি হিট অ্যান্ড রান মামলা। তবে, আসামীকে ধরা যায়নি! আসামী পলাতক। আসলে আসামী যে একটি হনুমান।
ওয়েব ডেস্ক : আবার খবরে একটি হিট অ্যান্ড রান মামলা। তবে, আসামীকে ধরা যায়নি! আসামী পলাতক। আসলে আসামী যে একটি হনুমান।
রাস্তা দিয়ে আপনমনে হেঁটে যাচ্ছিলেন মাঝবয়সী এক ভদ্রলোক। হঠাত তাঁকে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারল একটি হনুমান। শুধু ধাক্কা দিয়েই অবশ্য ‘রামভক্ত’ ক্ষান্ত হননি! ধাক্কার চোটে রাস্তায় পড়ে গড়াগড়ি খেলেন ওই ব্যক্তি। কে জানে তাঁর সঙ্গে হয়তো কোনও এক কালের পুরনো কোনও শত্রুতা ছিল ওই হনুমান বাবাজীবনের।
ঘটনাটি ভারতের কোথাকার সেটি এখনও জানা যায়নি। তবে, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল।
দেখুন সেই ভিডিওটি-