নিজস্ব প্রতিবেদন : ফের অসুস্থ অমিত শাহ। রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমস হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এইমস সূত্রে খবর, চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতাল থেকেই কাজ করছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩ থেকে ৪ দিন ধরেই তাঁর হাতে পায়ে যন্ত্রণা হচ্ছিল। সঙ্গে অবসাদও ছিল। এই পরিস্থিতিতে গতকাল রাতে তাঁকে এইমসে ভর্তি করা হয়। উল্লেখ্য, কদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভর্তি ছিলেন হাসপাতালে। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসার পর তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।



তবে বাড়ি ফেরার পর থেকে ডাক্তারি পরামর্শ মেনে হোম আইসোলেশনেই ছিলেন অমিত শাহ। অন্যদিকে আরেকটি সূত্র মারফৎ এও জানা যাচ্ছে যে, অমিত শাহের নাকি বুকে সংক্রমণ হয়েছে। তাঁর হাল্কা জ্বরও রয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানা গিয়েছে। 


আরও পড়ুন, ২৭ লক্ষ পার Corona আক্রান্তের সংখ্যা, সুস্থতার হার ৭৩.১৮ শতাংশ