ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, ''১১ মার্চ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর উত্তরপ্রদেশে সরকার গঠন করা হয়। মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ। আর তারপর থেকে প্রতিটি ইস্যুকে নিপুণ হাতে সামলেছেন যোগী।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- উরিতে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ পাকিস্তান বর্ডার অ্যাকশন টিমের দুই জঙ্গি


কেন্দ্রে বিজেপি সরকার তাদের তৃতীয় বছর পূরণ করল। সেই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ''গত তিন বছরে আমাদের সরকার যা করেছে তা স্বাধীনতার পর ৭০ বছরের ভারত পায়নি।''


এখানেই শেষ নয়, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের একের পর এক সিদ্ধান্তের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আগামী দিনে আরও ভালো নাগরিক পরিষেবা দেওয়ার অঙ্গিকার দেন তিনি।