ওয়েব ডেস্ক: ২৯ জন কর্মীকে নিয়ে নিখোঁজ হয়ে গেল বায়ুসেনার পণ্যবাহী বিমান। আজ সকাল সাড়ে আটটায় চেন্নাইয়ের তাম্বারামের বায়ুসেনা ঘাঁটি থেকে AN-32 বিমানটি পোর্ট ব্লেয়ারের উদ্দেশে রওনা হয়। টেক অফের ১৬ মিনিট পর বিমানটির সঙ্গে শেষবার যোগাযোগ করা গিয়েছিল। বায়ুসেনা সূত্রে খবর, একবার তেল ভরার পর বিমানটি ৪ ঘণ্টা আকাশে উড়তে পারে। নিখোঁজ বিমানের খোঁজে বায়ুসেনা, নৌবাহিনী এবং উপকূল রক্ষী বাহিনী একযোগে তল্লাসি শুরু করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING