নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে করোনা আতঙ্কে ত্রাহি ত্রাহি রব। মৃত্যু দামামা বাজিয়েছে এই মারণ ভাইরাস। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৫০০০ মানুষের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যাও লাফিয়ে  লাফিয়ে বাড়ছে। এবার করোনার করাল থাবা গুগলের অন্দরেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতে গুগল সংস্থার এক কর্মীর শরীরে এই ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে। কিছুদিন আগেই গ্রিস থেকে কর্ণাটকে ফিরেছিলেন গুগলে কর্মরত এই যুবক। কর্ণাটকে ফেরার পর কর্মসূত্রে  রাজধানী বেঙ্গালুরুর বেশ কয়েকটি জায়গায় তাঁকে যেতে হয়েছিল। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু জানিয়েছেন, বছর ২৬ এর ওই যুবককে বেঙ্গালুরু হাসপাতালে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। কর্ণাটক সরকারের তথ্য অনুযায়ী যাঁরা ওই তরুণের সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও আইসোলেশনে  রাখার জন্যে সন্ধান চালান হচ্ছে।


আরও পড়ুন- ইরান থেকে ১২০ জন ভারতীয়কে নিয়ে জয়সলমীরে পৌঁছচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান


গুগল জানাচ্ছে, ওই ব্যক্তি বেঙ্গালুরু কার্যালয়ে বেশ কয়েক ঘন্টা কাজ করেছিলেন। তারপরই নড়েচড়ে বসেন কর্তৃপক্ষ। বাকি কর্মীদের ঘর থেকে কাজ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আক্রান্ত ওই তরুণের সংস্পর্শে আসা কর্মীদেরও কোয়ারান্টাইন করার নির্দেশ দিয়েছে গুগল। ডেল, মাইন্ডট্রি সংস্থার পর এবার গুগলেও থাবা বসালো কোভিড-১৯। কর্ণাটকেই এ পর্যন্ত মারণ ভাইরাসের আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬। ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রথম খবর মেলে এই কর্ণাটকেরই কালবুর্গি জেলায়। বৃহস্পতিবার রাতে এ কথা জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু।