নিজস্ব প্রতিবেদন : উপহার পেতে কার না ভাল লাগে। মা-বাবা বা ভালবাসার মানুষের দেওয়া উপহারের মূল্য টাকার অঙ্কে মাপা যায় না। উপহারের মধ্যে লুকিয়ে থাকে প্রিয়জনের ভালবাসা। সেই ভালবাসার গুণেই সাদামাঠা জিনিসও হয়ে ওঠে অমূল্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে, সাধারণ, সাদামাঠা কিছু নয়, উপহার হিসাবে মা-বাবার কাছে গাড়ি চেয়েছিল হরিয়ানার এক যুবক। তাও আবার যে সে গাড়ি নয়, একেবারে জাগুয়ার। ভারতে যার দামই শুরু হচ্ছে প্রায় ৪০ লক্ষ টাকা থেকে। তবে, অত দামি গাড়ি কিনতে চাননি মা-বাবা। তবে, ছেলের আবদার তো রাখতেই হবে। তাই ছেলেকে আরেকটু কম বাজেটের বিএমডব্লিউ-এর এন্ট্রি লেভেলের মডেল কিনে দেন তাঁরা। সেই গাড়ির দামও নেহাত কম নয়। এ দিকে জাগুয়ার চেয়ে শেষমেষ বিএমডব্লিউ পেয়ে মাথা গরম হয়ে যায় ছেলের। 'এত সস্তার গাড়ি!' রাগের মাথায় নদীতে নিয়ে গিয়ে ৩৫ লক্ষ টাকা দামের গাড়ি ভাসিয়ে দিল সে। নদীতে গাড়ি ভাসিয়ে দেওয়ার ভিডিয়োও বানায় সে।


আরও পড়ুন : সভাপতি বাছতে নারাজ সোনিয়া - রাহুল, রাত ৮টায় ফের বৈঠকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি


এদিকে যমুনানগরের কাছে নদীর মাঝে পাঁকে আটকে থাকা দুধ সাদা বিএমডব্লিউ দেখে চমকে যান স্থানীয়রা। পরে, গাড়িটির ড্রাইভার ও স্থানীয়রাই গাড়িটি উদ্ধারের ব্যবস্থা করেন। ছোট স্পিডবোটে করে টেনে বার করা হয় গাড়িটিকে।