সিবিআইয়ের নতুন ডিরেক্টর হলেন অনিল কুমার সিনহা। তিনি ১৯৭৯ সালের ব্যাচের বিহার ক্যাডারের আইপিএস। অনিল কুমার সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল রাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তাঁর নাম চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী। দায়িত্বগ্রহণের পর থেকে দুবছরের জন্য এই পদে বহাল থাকবেন অনিল কুমার। লোকপাল আইন কার্যকর হওয়ার পর সিবিআই প্রধান বাছতে, আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলনেতা। ওই আলোচনায় চল্লিশজন আইপিএসের নাম উঠে আসে। শেষ পর্যন্ত অনিল কুমার সিনহাকেই বেছে নেওয়া হয়।


সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনার পর স্ট্রাটেজিক স্টাডিজে এমফিল করেছেন অনিল কুমার সিনহা। হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুল অফ গভর্নমেন্টে পড়াশোনা করেছেন তিনি। ২০১৩ সালের ১৫ মে থেকে স্পেশাল ডিরেক্টর হিসেবে সিবিআইয়ের বিভিন্ন হাই প্রোফাইল কেসের তদন্তে উপদেষ্টা হিসেবে তদন্তে সাহায্য করেছেন তিনি। সিবিআইতে যোগ দেওয়ার আগে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের অতিরিক্ত সচিবের দায়িত্ব সামলেছেন অনিল।