ওয়েব ডেস্ক: হুমকি চিঠি পেলেন আন্না হাজারে। এই চিঠির ভিত্তিতে পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে। হাজারে ঘনিষ্ঠ দত্তা আওয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে চিঠিটি ওসমানাবাদ থেকে পোস্ট করা হয়েছে। নাম রয়েছে লাটুর জেলার মহাদেও পাঞ্চালের।
 
এর ১০ দিন আগে আরও একটি হুমকি চিঠি পেয়েছিলেন আন্না। যেখানে লেখা ছিল, যদি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের থেকে নিজেকে বিচ্ছিন্ন না করেন তাহলে তাকে জোর ধাক্কা খেতে হবে তাকে। আহমেদনগরের পারনার থানায় এই ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ধারায় একটি মামলাও দায়ের করা হয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পারনার পুলিসের বক্তব্য অনুযায়ী অগাস্ট মাসের ৭ তারিখ ওই চিঠিটি পেয়েছিলেন আন্না। সাবধান না হলে তার অবস্থাও নরেন্দ্র দাভোলকরের মতো হবে বলে হুমকি দেওয়া হয়েছিল চিঠিতে। আন্নাকে নিজের গ্রাম রালেগাঁও সিদ্ধিতে আটকে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল চিঠিতে।