নিজস্ব প্রতিবেদন : লোকপাল ও সব রাজ্যে লোকায়ুক্ত নিয়োগ, কৃষকদের ফসলের জন্য ন্যায্য দাম সহ একাধিক দাবিতে চলা অন্না হাজারের অনির্দিষ্টকালের অনশন আজ প্রত্যাহার করা হল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই অনশন প্রত্যাহারের কথা জানান অন্না হাজারে। গত প্রায় ১ সপ্তাহ ধরে চলছিল তাঁর অনশন কর্মসূচি। টানা অনশনে ওজন কিছুটা কমে গিয়েছে তাঁর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ফৌজদারি মামলা থাকলে সরকারি 'বাবু'দের পাসপোর্টে মিলবে না দুর্নীতিদমন শাখার ছাড়পত্র


অন্না বলেন, কেন্দ্রে লোকপালের বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। তবে এবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়েছেন, ৬ মাসের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করা হবে। সরকার ও জনগণ আলাদা নয়। মানুষের জন্য কাজ করা হবে।


আরও পড়ুন- অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের পিএফ-এর পুরো টাকাই এবার বহন করবে কেন্দ্র


গত ২৩ মার্চ থেকে দিল্লির রামলীলা ময়দানে অনশন শুরু করেন অন্না হাজারে। সোমবারই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি তাঁর সঙ্গে দেখা করে আন্নার দাবিগুলি বিবেচনা করার আশ্বাস দেন।