নিজস্ব প্রতিবেদন: কোচিন শিপইয়ার্ড (Cochin Shipyard) উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল। বেনামি উৎস থেকে ইমেল। বিস্ফোরণে ভারতীয় নৌসেনার এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত (INS Vikrant) উড়িয়ে দেওয়ার হুমকি। তদন্তে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, সোমবার কোচিন শিপইয়ার্ড (Cochin Shipyard) কর্তৃপক্ষের কাছে ইমেলটি আসে। যেখানে হামলায় ভারতীয় নৌ-সেনার সম্পত্তি নষ্ট করা হুমকি দেওয়া হয়। কোচিন শিপইয়ার্ড (Cochin Shipyard) এবং আইএনএস বিক্রান্ত (INS Vikrant)-কে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তড়িঘড়ি পুলিসকে বিষয়টি জানায় কর্তৃপক্ষ। তদন্তে নামে আরনাকুলাম সাউথ থানার পুলিস। আইটি অ্যাক্টে মামলাও দায়ের হয়। 


আরও পড়ুন: NEET-UG 2021: নির্ধারিত তারিখেই নিট পরীক্ষা, স্থগিতের আবেদন খারিজ সুপ্রিমকোর্টে


আরও পড়ুন: Coal Case: দিল্লিতে ED দফতরে Abhishek, জানালেন 'যেকোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত'


কেবল স্থানীয় পুলিসই নয়, ঘটনার তদন্ত শুরু করেছে একাধিক কেন্দ্রীয় সংস্থাও। কোন উৎস থেকে এই ধরনের ইমেল এল, তা খুঁজে বের করার চেষ্টা শুরু হয়েছে। গত জুলাই মাসে এক আফগান নাগরিককে কলকাতা থেকে গ্রেফতার করেছিল আরনাকুলাম সাউথ থানার পুলিস। অভিযোগ ছিল, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অত্য়ন্ত গুরুত্বপূর্ণ কোচিন শিপইয়ার্ডে (Cochin Shipyard) কাজ করছিল ওই ব্যক্তি।