সীমান্তে শহিদ আরও এক জওয়ান
গত বুধবার থেকে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাক সেনা। এনিয়ে মৃত্যু হল ১১ জনের। তাঁদের মধ্যে ৪জন জওয়ান। বাকিরা গ্রামবাসী।
নিজস্ব প্রতিবেদন: সীমান্তে শহিদ আরও এক জওয়ান। বিনা প্ররোচনায় পাক সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারালেন সিপাই চন্দপন কুমার রাই।
শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ জম্মু-কাশ্মীরে পুঞ্চ জেলায় মেন্দহর সেক্টরে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক রেঞ্জার্স। বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে তারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে ২৫ বছরের চন্দন কুমার রাইয়ের। তিনি উত্তরপ্রজেশের চান্দৌলি জেলার নাদেসর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন- ডারউইনের সূত্র নিয়ে প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
গত ৩৬ ঘণ্টায় এনিয়ে শহিদ হলেন ৪ জওয়ান। গত বুধবার থেকে সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১। তাঁদের মধ্যে ৪ জন জওয়ান। বাকিরা স্থানীয় বাসিন্দা। জখম হয়েছেন পঞ্চাশের বেশি গ্রামবাসী।