জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেট এসজি-১১ বিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পরে। এরপরেই করাচিতে (পাকিস্তান) জরুরি অবতরণ করে বিমানটি। জানা গিয়েছে বিমানে থাকা সকল যাত্রী নিরাপদে রয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্পাইসজেটের এক মুখপাত্র জানিয়েছেন, "৫ জুলাই, ২০২২-এ, স্পাইসজেট বি৭৩৭ এয়ারক্রাফ্ট অপারেটিং ফ্লাইট এসজি-১১ (দিল্লি - দুবাই) ইনডিকেটর আলোর ত্রুটির কারণে করাচিতে ডাইভার্ট করা হয়। বিমানটি করাচিতে নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে।" বিবৃতিতে আরও বলা হয়েছে "কোনও জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি এবং বিমানটি স্বাভাবিকভাবেই অবতরণ করেছে। বিমানে এর আগে কোনও যান্ত্রিক ত্রুটির কথা জানা যায়নি। যাত্রীদের জলখাবার দেওয়া হয়েছে। অন্য একটি বিমান করাচিতে পাঠানো হচ্ছে যা যাত্রীদের দুবাই নিয়ে যাবে।"


স্পাইসজেট বিমানের প্রযুক্তিগত সমস্যার ঘটনা এটাই প্রথম নয়। কিছুদিন আগে অন্য একটি স্পাইসজেট বিমান দিল্লি থেকে জব্বলপুরের উদ্দেশ্যে উড়ে যায়। যাত্রা শুরুর পরেই বিমানের কেবিন ক্রু এবং যাত্রীরা বিমান থেকে ধোঁয়া বেরোতে দেখেন। এরপরেই বিমানটি দিল্লিতে ফির যেতে বাধ্য হয়। 


বিমানটি যখন আকাশে ৫ হাজার ফুট উচ্চতায় ছিল তখন এই ঘটনা ঘটে। জানা যায় ভিত্তিতে বিমানটি নিরাপদে বিমানবন্দরে ফিরে যায় এবং যাত্রীরা নিরাপদে বিমান থেকে নেমে আসেন।


আরও পড়ুন: Bengaluru: কোম্পানি থেকে কোম্পানি, Zomato বয় সেজে বায়োডেটা জমা দিলেন ইনি! কেন?


এর আগে আরও একটি স্পাইসজেট বিমানকে জরুরি অবতরণ করতে হয়। পাখির আঘাতে মাঝ-আকাশে বিমানে আগুন ধরে যায়।


মঙ্গলবারের অনির্ধারিত অবতরণের পরে সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ব্যবহারকারীরা এই ব্র্যান্ড নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)