নিজস্ব প্রতিবেদন: দেশের মানুষ যখন লোকসভা ভোটের ফলাফল নিয়ে ব্যস্ত সে সময় কাশ্মীরে বড় সাফল্য পেল সেনাবাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দলের বিপুল জয়ের পরও সভাপতির পদে থাকছেন না অমিত শাহ!


বৃহস্পতিবার পুলওয়ামার ত্রালে সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল কাশ্মীরে আল কায়দার সহযোগী সংগঠন আনসার গাজওয়াতুল হিন্দ প্রধান জাকির মুসা। গতকাল তাকে ত্রালের দাদসারা গ্রামে ঘিরে ফেলে সেনাবাহিনী।



এদিন মুসার সঙ্গেই ছিল তার অন্য দুই সহযোগী। সেনা সূত্রে খবর, মুসা সহ দুই জঙ্গিকে ঘিরে ফেলার পর তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু সেই রাস্তায় হাঁটেনি তারা। বরং গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা গুলি চালায় সেনা। তাতেই মৃত্যু হয় জাকিরের।


উল্লেখ্য, বহুদিন ধরেই সেনার মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল মুসা। উপত্যকায় নিহত জঙ্গি বুরহান ওয়ানির প্রাক্তন সহযোগী ছিল এই মুসা। এই মুসা ছিল কাশ্মীরের আল কায়দার শাখা সংগঠন আনসার গাজওয়াতুল হিন্দের প্রধান।


আরও পড়ুন-রাজ্যে দলের ভরাডুবির ময়নাতদন্তে ৬ কারণ খুঁজে বের করল তৃণমূল


জাকিরের আসল নাম জাকির রশিদ বাট। জন্ম ত্রালের নুরপোরার এক গ্রাম। বাবা রাজ্য সরকারের ইঞ্জিনিয়ার। চণ্ডীগড় ইঞ্জিনিয়ারিং পাঠরত জাকির একসময় পড়াশোনা ছেড়ে জঙ্গি দলে নাম লেখায়। পরে সে ত্রাস হয়ে ওঠে উপত্যকায়।