FTII-এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুপম খের
ইস্তফাপত্রের ছবি টুইটে প্রকাশ করে অনুপম লেখেন, `FTII-এর অধ্যক্ষ থাকাকালীন আমি অনেক কিছু শিখেছি। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হওয়া আমার কাছে এক গর্বের ব্যাপার। কিন্তু বিদেশে কাজকর্মের ব্যস্ততা বাড়ায় আমি এই দায়িত্ব যথাযোগ্যভাবে পালন করতে পারছি না। তাই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছি।`
নিজস্ব প্রতিবেদন: FTII-এর অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা অনুপম খের। বুধবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌরকে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। ব্যস্ততার কারণেই ইস্তফার সিদ্ধান্ত বলে টুইটে জানিয়েছেন অনুপম।
ইস্তফাপত্রের ছবি টুইটে প্রকাশ করে অনুপম লেখেন, 'FTII-এর অধ্যক্ষ থাকাকালীন আমি অনেক কিছু শিখেছি। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হওয়া আমার কাছে এক গর্বের ব্যাপার। কিন্তু বিদেশে কাজকর্মের ব্যস্ততা বাড়ায় আমি এই দায়িত্ব যথাযোগ্যভাবে পালন করতে পারছি না। তাই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছি।'
দীর্ঘ বিতর্কের পর গত বছরই গজেন্দ্র প্রধানের থেকে FTII-এর দায়িত্ব নিয়েছিলেন অনুপম খের। দেশ ও বিদেশে ৫০০-র বেশিতে ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে প্রবীণ এই অভিনেতার।