ওয়েব ডেস্ক : ফের হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক। যদি পরিস্থিতি দাবি করে। সাংবাদিক বৈঠকে বললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। সেনাপ্রধান বলেন, "যখনই নিয়ন্ত্রণরেখায় অস্থিরতার সৃষ্টি হবে, তখন প্রয়োজন বুঝলেই সার্জিক্যাল স্ট্রাইক করা হবে।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে সেইসঙ্গে তিনি এও জানান যে, সাম্প্রতিককালে নোট বাতিলের ফলে উদ্ভূত পরিস্থিতির জেরে সংঘর্ষবিরতি লঙ্ঘন কিছুটা কমে এসেছে। যদিও রোজই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চলছেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভবিষ্যতে যদি আবার দরকার পড়ে, তাহলে আবার হবে সার্জিক্যাল স্ট্রাইক। তবে যেকোনও সার্জিক্যাল স্ট্রাইক করার আগেই তার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া প্রয়োজন।


আরও পড়ুন, ২০১৭-১৮ আর্থিক বর্ষে ভারতে বাড়বে বেকারত্ব, দাবি ILO-র


বাপুজিকে সরিয়ে মোদীজি, আরও এক বিতর্কের ইন্ধন জোগালেন প্রধানমন্ত্রী!