নিজস্ব প্রতিবেদন: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলনে নকশাল ও খলিস্তানিরা ঢুকে পড়েছে বলে প্রচার চালাচ্ছে গেরুয়া শিবিরের একাংশ। শুক্রবার কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর অভিযোগ করেছিলেন,'কৃষকদের ঢাল করে হিংসা ছড়াতে পারে নকশালরা।'এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন পরিচালক অপর্ণা সেন। টুইটারে লিখলেন,'এদেশে প্রতিবাদ করলেই আপনি দেশদ্রোহী, আরবান নকশাল বা পাকিস্তানপন্থী। সাবধান!'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন অপর্ণা সেন টুইট করেছেন,'এখানে কোনওকিছু নিয়ে দয়া করে প্রতিবাদ করবেন না! আপনি করলেই দেশদ্রোহী, আরবান নকশাল, পাকিস্তানপন্ছী অথবা টুকরে টুকরে গ্যাং, সন্ত্রাসবাদী বা খলিস্তানি দাগিয়ে দেওয়া হবে। জেলেও পোরা হতে পারে। সাবধান!'            



সরকারি সূত্রে খবর, কৃষক আন্দোলনে ইতিমধ্যেই দেখা গিয়েছে নকশালদের। দিল্লি-জয়পুর হাইওয়ে দখল করতে কৃষকদের উস্কানি দিচ্ছে তারা। আগামী দিনে সরকারি সম্পত্তি ভাঙচুর, হিংসা ছড়াতে পরে বলে আশঙ্কা গোয়েন্দাদের। শুক্রবার Zee মিডিয়াকে কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন,'কৃষকদের ঢাল করে হিংসা ছড়াতে পারে নকশালরা। সরকারি সম্পত্তি ধ্বংসেরও ষড়যন্ত্র করেছে তারা।' কৃষক আন্দোলনে খলিস্তানিরাও রুটি সেঁকছে বলে অভিযোগ। কৃষক আন্দোলনের টাকা কোথা থেকে আসছে, সেনিয়েও প্রশ্ন তুলেছেন গেরুয়াপন্থী নেটিজেনরা। 



বৃহস্পতিবার দিল্লির সীমানা সংলগ্ন এলাকায় কৃষকদের সভায় দেখা গিয়েছে বিতর্কিত ব্যানার। ওই ব্যানারে দেশদ্রোহে অভিযুক্তদের মুক্তি দেওয়ার দাবি করা হয়েছে। উস্কানি দেওয়ার দাবি খারিজ করেছেন কীর্তি কিষান সংগঠনের সভাপতি রাম সিং পাটিয়াল। তাঁর কথায়, ,'সরকারের দাবি ভিত্তিহীন। কেউ আমাদের উস্কানি দিচ্ছে না। মিথ্যা প্রচার করে বদনাম করার ধান্ধা সরকারের। সংযুক্ত কিসান ইউনিয়ন সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে।' 


আরও পড়ুন- কোনও মূহুর্তেই বিকল হতে পারে লালুর ২ কিডনি, RIMS কর্তৃপক্ষকে জানালেন চিকিত্সক