এবার পাসপোর্টের আবেদন করা যাবে এই মোবাইল অ্যাপ থেকেই
পাসপোর্টে সেবা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে মঙ্গলবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, বিবাহিত মহিলাদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এতদিন বিয়ের শংসাপত্র বাধ্যতামূলক ছিল। এবার তা আর থাকছে না
নিজস্ব প্রতিবেদন: পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করে দিল কেন্দ্র। মঙ্গলবার নতুন দুটি সুবিধা চালু করল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। একটি হল পাসপোর্টের জন্য দেশের যেকোনও জায়গা থেকেই আবেদন করা যাবে। অন্যটি হল পাসপোর্টের আবেদনের জন্য চালু করা হল ‘পাসপোর্ট সেবা অ্যাপ’। মোবাইলের এই অ্যাপ থেকেই পাসপোর্টের জন্য আবেদন করা যাবে।
আরও পড়ুন-দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি পাশে ঘরে যে এই কাজ করছিল, তা একবারও টের পেলেন না মা
পাসপোর্টে সেবা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে মঙ্গলবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, বিবাহিত মহিলাদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এতদিন বিয়ের শংসাপত্র বাধ্যতামূলক ছিল। এবার তা আর থাকছে না। বিবাহবিচ্ছিন্না মহিলাদের আর এখন থেকে প্রাক্তন স্বামীর নাম লিখতে হবে না।
আরও পড়ুন-লোকসভা নির্বাচনের ঘুঁটি সাজাতে বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ, দেখুন সফরসূচি
সুষমা স্বরাজ এদিন বলেন, ‘উত্তরপূর্বের প্রতিটি রাজ্যে পাসপোর্ট সেন্টার খোলা হবে। এতদিন একমাত্র গুয়াহাটিতেই পাসপোর্ট সেন্টার ছিল। ফলে এবার উত্তরপূর্ব ভারতের মানুষজন উপকৃত হবেন। ইতিমধ্যেই ২১২টি পাসপোর্ট সেন্টার খোলা হয়েছে। এবার আরও ৩৮টি সেন্টার খোলা হবে।‘