ওয়েব ডেস্ক: প্রয়োজনে ফের সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, বছর ঘুরতেই পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার  ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস’ নামক বইপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান। সেখানে সীমান্তে সন্ত্রাস প্রসঙ্গে আরও একবার পাকিস্তানকে বার্তা দিয়েছেন তিনি। বলেন, ‘’ সীমান্তে সন্ত্রাস চলবেই, কারণ নিয়ন্ত্রণরেখার ওপারেই জঙ্গি শিবির, সেখানে জঙ্গিদের আনাগোনা। জঙ্গিরা এখনও সক্রিয় রয়েছে। তাদের কবর খুড়তে সদা প্রস্তুত ভারতীয় সেনা।‘’


গত বছর ২৮-২৯ সেপ্টেম্বর পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেন,  ‘’ সার্জিক্যাল স্ট্রাইক তো একটা বার্তা ছিল। পাকিস্তানকে বোঝানো দরকার ছিল। আশা করি ওরা বুঝেছে, আমরা কী বলতে চাইছি। কিন্তু এরপরও যদি না বোঝে ফের সার্জিক্যাল স্ট্রাইক হতেই পারে।‘’