ওয়েব ডেস্ক: মোদী - জিনপিং বৈঠকের সত্যিই কি গলছে ভারত - চিন সম্পর্কের বরফ। বৈঠকের পর ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই উঠল সেই প্রশ্ন। প্রশ্ন উঠল সেনা প্রধান বিপিন রাওয়াতের বয়ানে। বললেন, ভারতকে দুটো যুদ্ধ একসঙ্গে লড়তে হতে পারে এমন পরিস্থিতি এখনো রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সেনাপ্রধান বলেন, 'উত্তরে চিন গায়ের জোরে ভারতীয় ভূখণ্ড দখল করে চলেছে। আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে চিন। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ধরে নিয়ে আমরা তৈরি আছি।' সঙ্গে বিপিন রাওয়াতের ধারণা, চিনের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে তাতে চিনের বন্ধু পাকিস্তানও যোগ দেবেই। নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময় ধরে যুদ্ধ হোক বা দীর্ঘমেয়াদি লড়াই, পাকিস্তান তার সুবিধা নেবেই।


আরও পড়ুন - ফেসবুক, হোয়াটসঅ্যাপ তথ্য গোপন রাখছে না? জানতে চাইল সুপ্রিম কোর্ট


ব্রিকস সম্মেলনের পর চিনের শিয়ামেনে মোদী - জিনপিং বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছিল ভারত। সীমান্তে উত্তেজনা কমাতে সংযত আচরণ করতে সম্মত হয়েছিল দুপক্ষই। যার জেরে ভারত - চিন সম্পর্কে শৈত্য কাটার জল্পনা চলছিল। সেনা প্রধানের বক্তব্যের পর প্রশ্নের মুখে সন্ধির সম্ভাবনা।