Army Dog Zoom: শরীরে জঙ্গিদের ছোড়া ২ বুলেট, শ্রীনগরের হাসপাতালে ভর্তি আশঙ্কাজনক জুম
রবিবার রাতে অনন্তনাগের ওই অপারেশনে ২ জঙ্গিকে তাড়া করে জুম। কিন্তু জঙ্গিরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ২টি বুলেট এসে লাগে তার গায়ে। কিন্তু শেষপর্যন্ত জঙ্গিদের তাড়া করে ধরে জুম
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জঙ্গিদের গুলিতে আশঙ্কাজনক ভারতীয় সেনার কুকুর জুম। অনন্তনাগে ২ জঙ্গিকে নিকেশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারতীয় সেনার এই জার্মান শেফার্ড। আশঙ্কাজনক অবস্থায় জুমকে ভর্তি করা হয়েছে শ্রীনগরে সেনার পশু হাসপাতালে। জানা যাচ্ছে জুমের দেহে ২টি বুলেট রয়েছে। সেনার এই প্রশিক্ষিত কুকুরের দ্রুত আরোগ্য কামনা করেছে সেনা বাহিনীর চিনার কর্প। সেনার এই উইংয়ের তরফে বলা হয়েছে অপারেশনের সময়ে গুরুতর আহত হয়েছে জুম। আপাতত তাকে শ্রীনগরের পশু হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
আরও পড়ুন-ক্যানসার-ই হারিয়ে দিল, অস্কারের আগেই বিদায় ‘ছেল্লো শো’ শিশুতারকা রাহুলের
রবিবার রাতে অনন্তনাগের তংপাওয়া গ্রামে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বেধে যায়। সেই অপারেশনে অংশ নিয়েছিল জুম। ওই এনকাউন্টারে শরীরে বুলেট লাগার পরও জঙ্গিদের উপরে ঝাঁপিয়ে পড়ে জুম। এনকাউন্টারে নিহত হয় ২ জঙ্গি। অভিযানে সাফল্য এলেও গুরুতর আহত হয় সোনার বিশ্বস্ত ওই কুকুর।
সেনার চিনার কর্প সূত্রে খবর, মাসের পর মাস প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছিল জুম-কে। গোপন আস্তানায় লুকিয়ে থাকা কোনও জঙ্গিকে খুঁজে বের করতে এর আগে বহু জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল জুম। রবিবার রাতে অনন্তনাগের ওই অপারেশনে ২ জঙ্গিকে তাড়া করে জুম। কিন্তু জঙ্গিরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ২টি বুলেট এসে লাগে তার গায়ে। কিন্তু শেষপর্যন্ত জঙ্গিদের তাড়া করে ধরে জুম। যে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে তাদের বেশ কিছুদিন ধরেই খুঁজছিল সেনা। দ্যা রেজিস্ট্যান্ট ফোর্সের ওই দুই জঙ্গির নাম আসিফ আহমেদ ও ওয়াকিল আহমেদ। জুমের সাহায্যে নিয়েই তাদের খুঁজে বের করে সেনা।