ওয়েব ডেস্ক: ফের পাক উস্কানিতে শহিদ হলেন দুই ভারতীয় জওয়ান। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ মেন্ধর সেক্টরের কৃষ্ণ ঘাঁটি এলাকায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। বিনা প্ররোচনায় আচমকাই গোলাগুলি শুরু করে তারা। পাক হামলায় শহিদ হন ভারতীয় সেনা জওয়ান সুবেদার পরমজিত্‍ সিং ও BSF-এর হেড কনস্টেবল প্রেম সাগর। এই হামলায় গুরুতর আহত হন আরেক BSF জওয়ান রাজিন্দর সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারির বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা


পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। তারপরই পিছু হটে পাকিস্তানি সেনা। যদিও পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি। তবে, ভারতীয় সেনারাও তৈরি রয়েছে পাকিস্তানিকে যোগ্য জবাবে দেওয়ার জন্য।


আরও পড়ুন  গভীর রাতে রাজধানীতে গ্যাংওয়ার, মারা গেলেন এক পুলিস অফিসার