নিজস্ব প্রতিবেদন: ফের পাক সেনার গুলিতে শহিদ হলেন এক সেনা জওয়ান। শনিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে ভারতীয় সেনা আউটপোস্টগুলিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। এর মধ্যেই পাক স্নাইপারদের ছোড়া গুলিতে মৃত্যু হয় ওই জওয়ানের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সকাল থেকে টানাপোড়েন, প্রায় ২ মাস পর অবশেষে খুলল দাড়িভিট হাইস্কুল


কয়েক দিনের মধ্যে এটি দ্বিতীয় স্নাইপার হামলা। শুক্রবার এরকমই স্নাইপার হামলায় মৃত্যু হয় সেনাবাহিনীর এক পোটারের। শনিবার সকাল পৌনে দশটা নাগাদ রাজৌরিতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা আউটপোস্টগুলিকে লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। পাল্টা জবাব দেয় সেনাও। গোলাগুলির মধ্যেই মৃত্যু হয় ওই জওয়ানের।


গত ৬ নভেম্বর রাজৌরির নওসেরা সেক্টরে গুলি চালায় পাক স্নাইপাররা। সেই গুলিতে মারাত্মক জখম হন এক জওয়ান। পাশাপাশি মাঞ্জকোটে পাক সেনা গুলি চালালে তা লাগে এক বিএসএফ জওয়ানের গায়ে।


আরও পড়ুন-তলায় ঝুলছে গার্ড, তাঁকে নিয়েই ছুটল ট্রেন! দেখুন হাড়হিম করা ভিডিও


উল্লেখ্য, এবছর পাক সেনা যুদ্ধ বিরতি ভেঙে গুলি চালনার ঘটনা গত ৮ বছরের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। এবছর প্রথম ৭ মাসে পাক গুলিতে মৃত্যু হয় ৫২ জনের। আহত হন ২৩২ জন। সবে মিলিয়ে মোট ১৪৩৫ বার নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়েছে পাকিস্তান।