নিজস্ব প্রতিবেদন: হিজবুল মুজাহিদিনের সন্ত্রাসবাদীর নিকেশ অভিযানে অংশ নেওয়া জওয়ানকে অপহরণ করল জঙ্গিরা। জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় অপহৃত হয়েছেন ওই জওয়ান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকাল ৯টা নাগাদ কাজের শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন ওই জওয়ান। তখনই তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণ করে জঙ্গিরা। দু'সপ্তাহ আগে হিজবুল মুজাহিদিনের সন্ত্রাসবাদী সমীর আহমেদ ওরফে সমীর টাইগার ফুলওয়ামায় খতম করে সেনা।A++ শ্রেণির সন্ত্রাসবাদী ছিল সমীর টাইগার।  সেই সমীরকে খতমকারী সেনাদলে ছিলেন এই  জওয়ান। 


অপহৃত জওয়ানের খোঁজে সোপিয়ানে চিরুণি তল্লাশি শুরু করেছে সেনা।  


আরও পড়ুন- সন্তানের ৯ মাস বয়সে শহিদ হন স্বামী, সেই ছেলেকে সেনায় পাঠালেন মা