অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ভাঁড়ারে টান, হুঁশিয়ারি দিল সেনা
সেনাবাহিনী চাইছে এখনও জরুরি ভিত্তিতে ২৫০০ সোল্ডার ফায়ার এটিজিএম কেনা হোক। তাতে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যাবে
নিজস্ব প্রতিবেদন: সেনাবাহিনীতে বিশেষ কিছু অস্ত্রের ভাঁড়ারে টান! এমনটাই কথা জানাল সেনাবাহিনী। বিশেষ করে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটিজিএম-এর মতো অস্ত্রের মজুত একেবারেই কম। পরিস্থিতি এতটাই উদ্বেজনক যে সেনাবাহিনী সরকারের কাছে জরুরি ভিত্তিতে কিছু ‘ট্যাঙ্ক কিলার’ কেনার কথা সরকারকে জানিয়েছে।
আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে ফিরলেন সুরেশ রায়না
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেনাবাহিনীতে এই মুহূর্তে ৬৮ হাজার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের অভাব রয়েছে। চাই ৮৫০ বিভিন্ন ধরনের লঙ্চারেও। এইসব হাতিয়ার শত্রু ট্যাঙ্কের গতিরোধ করতে পারে। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের হামলার মোকাবিলায় ওইসব অস্ত্র বিশেষ কাজে আসে।
সেনাসূত্রের খবর, সেনাবাহিনী চাইছে এখনও জরুরি ভিত্তিতে ২৫০০ সোল্ডার ফায়ার এটিজিএম কেনা হোক। তাতে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যাবে। এখন সরকার ইজরায়েলের স্পাইক এটিজিএম কিনবে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জুভেনাইল এটিজিএম কিনবে সেটাই দেখার। গত বছর সরকার ইজরায়েল থেকে ৮৩৫৬টি এটিজিএম কেনার বরাত বাতিল করে দেয়। ওই তালিকায় ছিল ৩২৫টি লঙ্চারও। ফলে অস্ত্রের ঘাটতি রয়েই গিয়েছিল।