জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে ঘটে গেল ভয়ংকর ঘটনা। সেনার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল প্রায় ১৫০ মিটার গভীর এক খাদে। ঘটনাস্থলেই নিহত ৫ জওয়ান। আহত আরও অনেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন সেনার আধিকারিকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দক্ষিণবঙ্গের ৩ জেলায় ২২ কোম্পানি জওয়ান মোতায়েনের নির্দেশ, কী হচ্ছে বাংলাদেশ সীমান্তে?


এদিন ওই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে পুঞ্চের ঘারোয়া এলাকায়। ওই জায়গা দিয়ে বানোই জেলায় ফিরছিল সেনার ওই ট্রাকটি। সেনা সূত্রে খবর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গভীর ওই খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিস ও সেনার উদ্ধারকারি দল। শুরু হয়ে যায় উদ্ধার কাজ। এখনওপর্য়ন্ত ৫টি দেহ উদ্ধার হয়েছে।


ঘটনাস্থলে থেকে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিতে তোলার চেষ্টা চলছে। ঘটনা গভীর শোক প্রকাশ করেছে হোয়াইট নাইট করপস। কর্তব্যরত অবস্থায় যে ৫ জওয়ান প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছে করপস।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)