নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরের হাসপাতালে জঙ্গি হানায় গ্রেফতার ৫ সন্দেহভাজন। মঙ্গলবার কাশ্মীরে শ্রী মহারাজা হরি সিং হাসাপাতালে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। কাশ্মীর পুলিস সূত্রে খবর, এদিন সাড়ে এগারোটা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয় বন্দি লস্কর নেতা নাভিদ জাট-সহ ৫ জনকে। নির্বিচারে গুলি চালিয়ে নাভিদ-কে মুক্ত করে নিয়ে যায় জঙ্গিরা। এই ঘটনায় শহিদ হন মুশতাক আহমেদ ও বাবর আহমেদ নামে দুই পুলিস কর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- হাসপাতালে পুলিসকে লক্ষ্য করে গুলি পাক জঙ্গিদের, আতঙ্কে জম্মু কাশ্মীর


প্রসঙ্গত, ২০১৪ সালে লস্কর নেতা নাভিদ জাট ওরফে আবু হানজালাকে শোপিয়ান থেকে গ্রেফতার হয়েছিল। জাট বিরুদ্ধে শিক্ষক হত্যা-সহ একাধিক নাশকতার অভিযোগ রয়েছে। তবে পুলিসের আজকের এই গ্রেফতারে নাভিদ জাট রয়েছে কিনা এখনও পর্যন্ত জানা যায়নি।


আরও পড়ুন- তিন তালাক নিয়ে বিরোধীদের নিশানা মোদীর