Gautam Adani: গ্রেফতারি পরোয়ানা গৌতম আদানির নামে! তার মানে এরপর...
Gautam Adani: বুধবার আমেরিকার নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে গৌতম আদানি ও তাঁর কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করা হয়েছিল। এবার বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র এরেস্ট ওয়ারেন্ট বার করল আদানি এবং তাঁর ভাইপো সাগরের বিরুদ্ধে। আদানিদের বিরুদ্ধে অভিযোগ, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তাঁরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৬৫ কোটি মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় ২,০২৯ কোটি টাকা) বেশি ঘুষ দিয়েছিলেন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার আমেরিকার নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে গৌতম আদানি ও তাঁর কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করা হয়েছিল। এবার বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র এরেস্ট ওয়ারেন্ট বার করল আদানি এবং তাঁর ভাইপো সাগরের বিরুদ্ধে। আদানিদের বিরুদ্ধে অভিযোগ, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তাঁরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৬৫ কোটি মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় ২,০২৯ কোটি টাকা) বেশি ঘুষ দিয়েছিলেন!
মার্কিন কৌঁসুলিরা বলেন, গৌতম আদানি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে নিজে আলোচনা করেছিলেন, এমন তথ্যও আছে। আরও অভিযোগ, এরপর আদানি গ্রিন এনার্জি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। এ জন্য তারা বন্ড ছাড়ে।
বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা ঘুষ-বিষয়ে মিথ্যা বলেছিলেন। কারণ, তাঁরা আমেরিকা থেকে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন মানে, বিনিয়োগ সংগ্রহ করতে চেয়েছিলেন। গৌতম আদানি ছাড়াও আরও সাতজন অভিযুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন গৌতম আদানির আত্মীয় সাগর আদানি, আদানি গ্রিন এনার্জির প্রাক্তন সিইও ভিনেত এস জেইন।
এবার সেই ঘটনার অভিযোগে গৌতম আদানি এবং সাগর আদানির সহ আরও ৭ জনের নামে গ্রেফতারি পরোয়ানা হয়েছে। খুব শীঘ্রই নিউ ইয়র্কের কোর্টে উঠবে এই মামলা। ফলে শুনানির দিন কোর্টে উপস্থিত থাকতে হবে আদানিকে। সেখানেই আর্গু হবে দুই পক্ষের মধ্যে। ইতিমধ্যেই আদানি গ্রুপের শেয়ার প্রায় ২৩ % কমেছে। এরপর আরও শেয়ারে ভরাডুবি হবে বলে অনুমান অনেকের। এইমত পরিস্থিতিতে ভারতের শেয়ার বাজার কী অবস্থায় থাকবে তা এখন দেখার বিষয়।