ওয়েব ডেস্ক : এগিয়ে আসছে ডেডলাইন। নোট বাতিলের সুফল তুলে ধরতে মরিয়া মোদী সরকার। আংশিক রিপোর্ট কার্ড পেশ করে সাফল্য দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জেটলির দাবি, নোট বাতিলের পর কর আদায় বেড়েছে। রাজকোষের স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নোট বাতিলের আজ ৪৯তম দিন। আর আজকেই সেই সিদ্ধান্তের সাফল্যের কথা দেশবাসীকে শোনালেন তিনি। জেটলি বলেন, "রাজস্ব সংগ্রহের পরিমাণে বিশেষজ্ঞদের আশঙ্কা প্রমাণিত হচ্ছে না। অনুমান বেঠিক হতে পারে কিন্তু রাজস্ব সংগ্রহের পরিমাণ ভুল হতে পারে না।‍"


কর সংগ্রহের খতিয়ান তুলে ধরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এই সময়ের মধ্যে এক্সাইজ শুল্ক সংগ্রহ হয়েছে ৪৩.৫ শতাংশ, পরিষেবা কর ২৫.৭ শতাংশ, কাস্টমস ডিউটি ৫.৬ শতাংশ বেড়েছে। এমনকি অক্টোবরের তুলনাতেও কর সংগ্রহ বেড়েছে নভেম্বরে।