নিজস্ব প্রতিবেদন: সুইস ব্যাঙ্কে ভারতীয়দের আমানত বৃদ্ধি নিয়ে প্রশ্নের মুখে মোদী সরকারের কালো টাকা বিরোধী অভিযান। আর সেই প্রশ্ন থেকে দলকে বাঁচাতে ইতিমধ্যেই আসরে নেমেছেন পীযূষ গোয়েল। কেন্দ্রীয় রেলমন্ত্রীর সুরেই নিজের ব্লগে জেটলি দাবি করলেন, সুইস ব্যাঙ্কে ভারতীয় আমানতের সবটাই কালো টাকা ভেবে নেওয়াটা অত্যন্ত অযৌক্তিক অনুমান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেটলি লিখেছেন,''সুইস ব্যাঙ্কের আমানত বৃদ্ধি নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা হচ্ছে। বলা হচ্ছে, কালো টাকা রুখতে সরকারের পদক্ষেপ ফলপ্রসূ হয়নি। কিন্তু এক দশক আগের মতো সুইত্জারল্যান্ডের ব্যাঙ্কগুলির আমানত বেআইনি বা কালো টাকা, এটা ভেবে নেওয়া অত্যন্ত অযৌক্তিক।'' এর পাশাপাশি জেটলি মন্তব্য করেছেন, চিরকাল আর্থিক তথ্য প্রকাশে অনীহা সুইত্জারল্যান্ডের। তবে আন্তর্জাতিক চাপে অবস্থান বদলেছে তারা। নিজের দেশের আইনেরও পরিবর্তন করেছে সুইস সরকার। ভারতীয়দের জমা সংক্রান্ত সমস্ত তথ্য আদানপ্রদানে সম্মত হয়েছে সুইত্জারল্যান্ড। ২০১৯ সালের জানুয়ারি থেকে সরাসরি তথ্য আসা শুরু হবে।


সরকারের প্রত্যক্ষ কর নীতির তারিফ করে জেটলি দাবি করেন, চার বছরে করদাতার সংখ্যা বেড়েছে ৬৪.৬ শতাংশ। ২০১৭-১৮ সালে রিটার্ন ফাইলের করেছেন ৬.৮৬ কোটি। এর মধ্যে ১.০৬ কোটি নতুন করদাতা। সরকার পাঁচ বছর পূর্ণ করার পর পরিসংখ্যান আরও ভাল হবে। ২০১৭-১৮ অর্থবর্ষে কর বাবদ মোট আয় ১০.০২ লক্ষ কোটি। ৪ বছরে বেড়েছে ৫৭ শতাংশ। গতবছর আর্থিক চ্যালেঞ্জের মোকাবিলা করেও আয়কর সংগ্রহ বৃদ্ধি পেয়েছিল ১৮ শতাংশ। 


আরও পড়ুন-  কংগ্রেস মুখপাত্র বাছাই পরীক্ষায় 'টোকাটুকি'