আর্থিক সংস্কার নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছিলেন এবার আত্মমন্থন করুন, খোঁচা জেটলির
মুডিজ রেটিং-কে হাতিয়ার করে বিরোধীদের বিঁধলেন অরুণ জেটলি।
নিজস্ব প্রতিবেদন: দেশের আর্থিক উন্নতিতে সরকার যে ইতিবাচক পদক্ষেপ করেছে, প্রতিফলিত হল মুডিজ রেটিংয়ে। এমনটাই মত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির। তাঁর কথায়, ''ভারতের রেটিং বৃদ্ধিকে আমরা স্বাগত জানাচ্ছি। গত কয়েক বছরে অর্থনীতিকে শক্তিশালী করতে ইতিবাচক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিফলন ঘটেছে মুডিজ রেটিংয়ে।''
সরকারের পিঠ চাপড়ানোর পর বিরোধীদের একহাত নিয়েছেন জেটলি। তাঁর কথায়, ''সরকারের পদক্ষেপের সদর্থকতার ওপরে যাঁরা সন্দেহপ্রকাশ করেছিলেন এবার তাঁদের আত্মমন্থন করতে হবে।'' আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণ সরকারের সংস্কার প্রক্রিয়াকে গতি দেবে বলেও মনে করছেন জেটলি।
আরও পড়ুন- তেরো বছর পর ভারতের রেটিং বাড়াল মুডিজ
জেটলি জানিয়েছেন, নোট বাতিল ও জিএসটি-র মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অর্থনীতির ভিত মজবুত করেছে। এগিয়ে নিয়ে গিয়েছে ডিজিটাল লেনদেনকেও। জেটলির আগে অমিত শাহও টুইটারে লিখেছেন, ''মোদী সরকারের সংস্কার ও সুশাসনের আরও একটা স্বীকৃতি এল বিদেশ থেকে। ২০০৪ সালের পর মুডিজ ভারতের ক্রেডিট রেটিং বাড়াল।''
আরও পড়ুন- ১০ জনের মধ্যে ৯ জন ভারতীয় এখনও পছন্দ করেন মোদীকেই
বলে রাখি, শুক্রবার নতুন ক্রেডিট রেটিং ঘোষণা করেছে আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা মুডিজ। তাতে ভারতের ক্রেডিট রেটিং Baa 3 থেকে বেড়ে Baa 2 হয়েছে। ১৩ বছর পর ভারতের ক্রেডিট রেটিং বাড়াল মুডিজ। এর আগে ভারতের ক্রেডিট রেটিং বেড়েছিল ২০০৪ সালে অটল বিহারী বাজপেয়ীর জমানায়। এর ফলে ভারতীয় সংস্থাগুলির আন্তর্জাতিক ঋণ পেতে সুবিধা হবে।