ওয়েব ডেস্ক: অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রিসভার সুপারিশ। অরুণাচলে সাংবিধানিক সঙ্কট মেটাতে ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। গঠিত হয়েছে পাঁচ বিচারপতির বিশেষ সাংবিধানিক বেঞ্চ। শীর্ষ আদালতের হস্তক্ষেপের পরও রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করায় মোদী সরকারের সমালোচনা করেছে কংগ্রেস। গত মাসে রাজ্য সরকারের সঙ্গে কথা না বলেই রাজ্যপাল জ্যোতিপ্রসাদ রাজখোয়া বিধানসভার আগাম অধিবেশন ডেকে দেন। কংগ্রেসের মুখ্যমন্ত্রী নাবাম টুকির অনুগামীরা বিধানসভায় তালা ঝুলিয়ে দেন। পরের দিন একটি হোটেলেবিধানসভার অধিবেশন বসান বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা।


ষাট সদস্যের অরুনাচল বিধানসভায় সাতচল্লিশ জন কংগ্রেস বিধায়ক রয়েছেন। একুশ জন কংগ্রেস বিধায়ক, এগারো জন বিজেপি বিধায়ক ও দুজন নির্দল বিধায়ক ডেপুটি স্পিকার কালিখো পুলকে তাঁদের নেতা নির্বাচিত করে। হোটেলের অধিবেশন আইনসম্মত নয় বলে রায় দেয় গুয়াহাটি হাইকোর্ট। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।