দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ। সেখানে রাজধানী দিল্লির অবস্থা সঙ্কটজনক। সমস্তদিক বিচার করে আরও একসপ্তাহ মেয়াদ বাড়ল দিল্লি লকডাউনের। অর্থাৎ ৩১ মে পর্যন্ত বেড়ে গেল লকডাউন। ১ জুন থেকে হতে পারে আনলক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, যদি কোভিড আক্রান্তের সংখ্যা কমে তাহলে ৩১ মে পর আনলক হতে পারে দিল্লি। তিনি এদিন জানান, দিল্লিতে বিগত ২৪ ঘণ্টায় ১৬০০ নতুন করোনা কেস বেড়েছে। তবে পজিটিভের সংখ্যা কমছে ২.৫ শতাংশ। 



কেজরিওয়াল আরও জানান, দিল্লি সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেককে কোভিড ১৯ ভ্যাকসিন দিয়ে দেওয়ার। 


দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, যদি প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয় তাহলে হয়তো তৃতীয় ঢেউ আটাকানো যাবে। যত দ্রুত সম্ভব আমরা সবাইকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছি। দেশের মধ্যে ও বিদেশি সংস্থারদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। ভ্যাকসিনের জন্য অর্থ বরাদ্দও রয়েছে।