নিজস্ব প্রতিবেদন: দেশে অক্সিজেনের ঘোর সঙ্কট। কোভিড রোগীদের জন্য দেওয়া  যাচ্ছে না অক্সিজেন। দিল্লি হাইকোর্ট অক্সিজেন নিয়ে রাজনীতিকে তীব্র ধিক্কার জানিয়েছে । এই আবহে দিল্লির মুখ্যমন্ত্রী দেশের বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে অক্সিজেন চেয়ে চিঠি লিখলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal) জরুরিভিত্তিতে দেশের প্রত্যেক রাজ্যে অক্সিজেন চেয়ে চিঠি লিখেছেন।  coronavirus-এর ব্যাপক ছড়িয়ে পড়ায় সর্বত্র অক্সিজেন (medical oxygen) ঘাটতি দেখা দিয়েছে। তাই তিনি আবেদন করেছেন, কোনও রাজ্যের পক্ষে যদি তাদের নিজস্ব ঘাটতি মিটিয়েও হাতে কিছু অতিরিক্ত মেডিক্যাল অক্সিজেন থেকে থাকে, তবে তারা তা যেন দিল্লিতে পাঠিয়ে দেয় ।


অরবিন্দ একটি টুইটে জানিয়েছেন, তিনি প্রত্যেক মুখ্যমন্ত্রীর কাছেই অতিরিক্ত অক্সিজেন থাকলে তা দিয়ে দিল্লিকে সাহায্য  করার আবেদন জানিয়েছেন। তিনি আরও জানান, যদিও Central govt. তাদের সাহায্য করছে, কিন্তু করোনার বাড়াবাড়ি এমন জায়গায় যে সমস্ত সম্ভাবনাগুলিই তিনি খতিয়ে দেখছেন।


আরও পড়ুন: অক্সিজেন সরবরাহে অনৈতিক কাজ করলেই ফাঁসি দেওয়া হবে, হুঁশিয়ারি হাইকোর্টের