Bharat Jodo Yatra: `লুনা`র একলিপ্স? ভারত জোড়া যাত্রায় কাকে `অপহরণ করা হয়েছে` বলে উদ্বিগ্ন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা...
Bharat Jodo Yatra: কোনও নাটক বা গল্প-উপন্যাসের নমুনা এ নয়। ইনস্টাগ্রাম চ্যাট। প্রথম চ্য়াটটি প্রিয়ঙ্কা গান্ধী বঢরার। পরেরটি তাঁর দাদা রাহুল গান্ধী। বোনের উদ্বেগ দেখে ভারত জোড়া যাত্রা থেকেই ইনস্টাগ্রামে বোনকে আশ্বস্ত করেন কংগ্রেসনেতা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আই সি, লুনা হ্যাজ বিন কিডন্যাপড'! 'ডোন্ট ওরি প্রিয়ঙ্কা, উই আর জাস্ট গোয়িং ফর আ ওয়াক'! না, কোনও নাটক বা গল্প-উপন্যাসের চরিত্রদের মধ্যে কথাবার্তার নমুনা এ নয়। এটি ইনস্টাগ্রাম চ্যাট। প্রথম চ্য়াটটি প্রিয়ঙ্কা গান্ধী বঢরার। প্রিয়ঙ্কা ইনস্টাগ্রামে লিখছেন 'আই সি, লুনা হ্যাজ বিন কিডন্যাপড'! রাহুল গান্ধী তাঁর বোনের উদ্বেগ দেখে ইনস্টাগ্রামেই বোনকে আশ্বস্ত করেন! কিন্তু প্রিয়ঙ্কার উদ্বেগটা কীসের? লুনা-ই বা কে?
'গোয়িং ফর আ ওয়াক' আসলে 'ভারত জোড়ো যাত্রা'। আর লুনা কোনও রাজনৈতিক চরিত্র নয়। সে এক নিপাট নিরীহ সারমেয়। যেমন-তেমন কুকুর অবশ্য নয়। সে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং রাহুল গান্ধী দুজনেরই খুব প্রিয়। একেবারে পরিবারের সদস্যের মতো। হঠাৎই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় সামিল গোল্ডেন রিট্রিভার প্রজাতির লুনা। আজ, শনিবার সকালে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা হরিয়ানায় ঢোকে। সেখানেই দেখা যায়, সেই পদযাত্রায় সামিল লুনাও। আর সেই ছবি দেখেই প্রিয়ঙ্কার ওই ছদ্ম-উদ্বেগ। লুনাকে ঘিরেই ভাই-বোনের এই অমলিন ইনস্টা-রসিকতা।
কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রায় ইতিমধ্যে সামিল হয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। এবার সেই যাত্রায় সামিল হল তাঁর পোষ্যও। সারমেয়, অতএব, সে বোঝে না শাসক-বিরোধী কোনও অঙ্ক, বোঝে না দেশের রাজনৈতিক পরিস্থিতি। না আছে তার নিজস্ব কোনো মতামত। কিন্তু সে আছে। ছোট ছোট চারটি পা নিয়ে সে হাঁটছে আদ্যন্ত রাজনৈতিক এক মিছিলে।
আর এবার প্রিয়ঙ্কার পোষ্য লুনাকে নিয়ে রাহুলের হাঁটার ছবিও জনপ্রিয় হয়ে উঠেছে। ছবিটি কংগ্রেসের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। টুইটের ক্যাপশনে লেখা হয়েছে-- এতদিন লুনা দেখেছে, কী ভাবে অন্যদের (অন্য সারমেয়দের) উপর ভালবাসা ঝরে পড়েছে। আর নয়! লুনা স্নেহের ভাগ মোটেই ছাড়তে চায় না। এবার তাই সে-ও ভারত জোড়ো যাত্রায় যোগ দিল!