জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অমরনাথ যাত্রায় ভয়াল সংকট! মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত অমরনাথ গুহার কাছের এলাকা। ভয়ঙ্কর বৃষ্টিতে ভেসে গিয়েছে পুণ্যার্থীদের একাধিক তাঁবু। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ৪৮ জন। নিখোঁজ ৪০ জনের মতো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উদ্ধারকাজে হাত লাগিয়েছে জম্মু কাশ্মীর পুলিস, সেনা এবং আইটিবিপির (ITBP) জওয়ানরা। হেলিকপ্টারে করে ভক্তদের উদ্ধারের কাজ চলছে। সারা রাত ধরে উদ্ধার কার্য চলেছে। প্রাণ নিয়ে সোনমার্গে ফিরেছেন বহু পুণ্যার্থী। তবুও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তাঁরা ভুলতে পারছেন না। ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাচ্ছেন তাঁরা। কেউ কেউ বলছেন ভগবানের দয়ায় প্রাণ নিয়ে ফিরেছেন।  



হাসপাতালে উপচে পড়া ভিড়। জরুরি পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরের স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। সমস্ত অফিসারদের মোবাইল ফোন অন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 



শুক্রবারই টুইটে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। তিনি টুইটে লিখেছেন, 
"অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টিতে উদ্বিগ্ন। মৃতদের পরিবারকে সমবেদনা। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। উদ্ধারকার্য চলছে। সমস্ত রকমের সাহায্য করা হচ্ছে।" সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।


শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাহাড় থেকে নেমে আসা জল ও কাদামাটি হুড়মুড়িয়ে ঢুকে পড়ে অমরনাথ গুহার কাছের তাঁবুগুলিতে। ভেসে যায় প্রায় ২৫টি তাঁবু। দুর্ঘটনার পরই বেশ কয়েকটি হেল্পলাইন খুলেছে এনডিআরএফ, জম্মু-কাশ্মীর সরকার, অমরনাথ শ্রাইন বোর্ড।


হেল্পলাইন নম্বর


এনডিআরএফ-০১১-২৩৪৩৮২৫২/ ০১১-২৩৪৩৮২৫৩


কাশ্মীর ডিভিশন হেল্পলাইন- ০১৯৪-২৪৯৬২৪০


অমরনাথ শ্রাইন বোর্ড হেল্পলাইন-০১৯৪-২৩১৩১৪৯


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)