ওয়েব ডেস্ক: কোনও ভারতীয় মুসলিমকে ‌'পাকিস্তানি‍' বলে সম্মোধন করলে সেই ব্যক্তির ৩ বছরের কারাদণ্ডের সাজার দাবি তুললেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওবেইসি। তাঁর দাবি, অবিলম্বে এই সংক্রান্ত আইন আনুক কেন্দ্রীয় সরকার। ়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার লোকসভার অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়েইসি বলেন, 'কোনও ভারতীয় মুসলিমকে কেউ পাকিস্তানি বলে সম্মোধন করলে তার শাস্তিবিধান করা উচিত। এমন অপরাধের জন্য ৩ বছর কারাদণ্ডের ব্যবস্থা করতে হবে সরকারকে।


আরও পড়ুন - নতুন করে পার্ট ওয়ানের ফল প্রকাশের সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়


মোদী সরকারের সোচ্চার বিরোধিতায় অবিসংবাদী নাম আসাদউদ্দিন ওয়েইসি। তিন তালাক বিল ইস্যুতে লোকসভায় সরকারের তুমুল বিরোধিতা করেছিলেন হায়দরাবাদের সাংসদ। বলেছিলেন, 'আইন করে তিন তালাক বন্ধ করা ‌যাবে না। তিন তালাক বন্ধ করতে গেলে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।' এমনকী, মোদী সরকার মুসলিম পুরুষদের জেলে ঢোকানোর জন্যই তিন তালাক বিল বানিয়েছে বলে অভি‌যোগ করেন তিনি।