নিজস্ব প্রতিবেদন: নাবালিকা ধর্ষণকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে আসারামের। ৭৭ বছরের এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন আরও দুই মহিলা। এই মামলার রায়ের পর বিচারের অপেক্ষায় রয়েছেন তাঁরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে আসারামকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে যোধপুর আদালত। গুজরাটে গান্ধীনগর আদালতেও আসারামের বিরুদ্ধে মামলা চলছে। দুই বোন তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। 


সুরাটের দুই নির্যাতিতা, সম্পর্কে বোন অভিযোগ করেছেন, তাঁদের আটকে রেখে ধর্ষণ করেছে আসারাম ও তাঁর ছেলে নারায়ণ সাই। যোধপুরে নাবালিকা ধর্ষণ মামলায় ২০১৩ সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয়েছিল আসারামকে। অন্যদিকে সুরাটে নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে ওই বছরের ডিসেম্বরে নারায়ণ সাইকে গ্রেফতার করে পুলিস। 


বড় বোনের অভিযোগ, গুজরাটের মোতেরা আশ্রমে ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁর উপরে অত্যাচার চালিয়েছিল আসারাম ও তাঁর ছেলে। ছোট বোনের অভিযোগ, সুরাটের আশ্রমে ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত তাঁর উপরে চলে অকথ্য নির্যাতন। তাঁদের আরও অভিযোগ, আসারাম ও তাঁর ছেলেকে ধর্ষণের কাজে সহযোগিতা করতেন স্ত্রী ও মেয়ে।


২০১৪ সালে পুলিসের চার্জশিটে আসারামের স্ত্রী লক্ষ্মী, মেয়ে ভারতী ও অন্য চার মহিলার নাম রয়েছে। 


আরও পড়ুন- চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে তরুণীর সম্মান বাঁচালেন আরপিএফ জওয়ান