নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশের কুশীনগরে প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার পর উঠে গিয়েছে সেই পুরনো প্রশ্ন, দায় কার? বেপরোয়া স্কুলভ্যান চালকের না রেলের? ২০২০ সালের ৩১ মার্চের মধ্যে সমস্ত লেভেল ক্রসিংয়ে প্রহরী বসানোর কথা ঘোষণা করেছেন বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। তাঁর কথায়, ''লেভেল ক্রসিং পার হওয়ার সময় সতর্ক থাকতে হবে। তাছাড়া দুর্ঘটনা রোখার আর কোনও রাস্তা নেই।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেল বোর্ডের চেয়ারম্যান ভুল কিছু বলেননি। ভারতীয় রেলওয়ে আইনের ১৬১ ধারায় বলা হয়েছে, 'পথ নিরাপত্তা নিয়ে সচেতন হতে হবে সাধারণ মানুষদের।' তবে সাধারণ মানুষের হুঁশ ফেরেনি। ২০১৬-১৭ সালে প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে ২০টি দুর্ঘটনা ঘটেছে। ২০১৭-১৮ দুর্ঘটনার সংখ্যা কমে দাঁড়ায় ১০। 


লোহানি জানিয়েছেন, বর্তমানে ৫,৭৯২টি প্রহরীবিহীন লেভেল ক্রসিং রয়েছে। প্রহরীযুক্ত লেভেল ক্রসিংয়ের সংখ্যা ১৯,৫০৭। ৪৪টি ব্যস্ত স্টেশনের কাছে লেভেল ক্রসিং নির্মাণের কাজ চলছে। এর পাশাপাশি সাবওয়ে ও সেতু নির্মাণকাজও জোরকদমে চলছে বলে দাবি লোহানির। তাঁর কথায়, ''২০১৬-১৭ সালে ১৩৫৪টি সেতু ও সাবওয়ে তৈরি করা হয়েছে। ২০১৮-১৯ সালে ১৬০০ সেতু ও সাবওয়ে নির্মাণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।''  


সকালে কুশীনগরে বেহুপূর্বে রক্ষীহীন লেভেল ক্রসিং পার করতে গিয়ে  লোকাল ট্রেনে ধাক্কা মারে স্কুলভ্যানটি। ওই ভ্যানে ছিল ২৫ জন পড়ুয়া। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। আহতদের বিআরডি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি টুইট করেছেন, ''দুর্ভাগ্যজনক খবর পেলাম। আধিকারিকদের তদন্তের নির্দেশ দিয়েছি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে রেলওয়ে।''  


আরও পড়ুন- প্রাণঘাতী মোবাইল ফোন! দুর্ঘটনা মিলিয়ে দিল মুর্শিদাবাদ ও কুশীনগরকে