দেশবিরোধী স্লোগান দেওয়ায় অসিয়া অন্দ্রাবির বিরুদ্ধে এফআইআর
দেশবিরোধী স্লোগান কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেত্রীর।
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের জাতীয় দিবস উদযাপনের অভিযোগে এফআইআর দায়ের হল জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেত্রী অসিয়া অন্দ্রাবির বিরুদ্ধে। পুলিস জানিয়েছে, দুখতান-এ-মিলাতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই দলের সদস্যরা বেআইনি কাজে জড়িত ছিল। দেশবিরোধী স্লোগান দিয়েছে তারা। ঘৃণা ছড়ানো হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শ্রীনগরে পাকিস্তানের জাতীয় দিবস উদযাপন করেছেন অসিয়া অন্দ্রাবি। পাক পতাকা উত্তোলন করে সে দেশের জাতীয় সংগীত গেয়েছেন তিনি। অসিয়া নিজের বক্তব্যে বলেছেন, ''উপমহাদেশের সমস্ত মুসলিম পাকিস্তানি।''
অসিয়া আরও বলেন, ''জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান গঠিত হয়নি। ইসলামই পাকিস্তান গঠনের ভিত্তি। আমাদের কাছে হয় তুমি মুসলিম, না হয় কাফের।''
আরও পড়ুন- BFF-এ কি সত্যি হবে হ্যাকারের পর্দাফাঁস? জেনে নিন আসল খবর