নিজস্ব প্রতিবেদন: হিমন্ত বিশ্বাস শর্মাই কি তবে বিজেপির অন্তরাত্মার প্রকৃত ধ্বনিকে প্রতিধ্বনিত করলেন? প্রায় সেরকমই যে ভাবতে হচ্ছে তার কারণ, অসমে এনডিএ সরকারের শিক্ষা ও অর্থ দপ্তরের মন্ত্রী এই হিমন্ত বিশ্বাস শর্মা সে রাজ্যের চর অঞ্চলে যে সব মুসলিম বাস করেন তাঁদের জন্য কংগ্রেসের আনা একটি সংগ্রহশালার আবেদন সটান প্রত্যাখ্যান করে দিয়েছেন! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বরপেটা জেলার বাগভর আসনের কংগ্রেস বিধায়ক শর্মন আলি আহমেদ প্রস্তাবটি এনেছিলেন। গুয়াহাটির বিখ্যাত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এই মিউজিয়মটি স্থাপন করার প্রস্তাব করা হয়েছিল। 


এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য বিজেপির প্রভূত সমালোচনা হচ্ছে। যদিও নির্বিকার শর্মা জানিয়ে দিয়েছেন, অসমে বসবাসকারী মুসলিমদের কোনও নিজস্ব পরিচিতি বা ঐতিহ্য নেই। কেননা তারা সবাই বাংলাদেশ থেকে আসা! শুধু তাই নয়, ওই এমএলএ-কে উদ্দেশ্য করে যে টুইট তিনি করেছেন, সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শঙ্করদেব কলাক্ষেত্র অসমিয়া সংস্কৃতির এক উজ্জ্বল স্থান। সেখানে কোনও রকম সাংস্কৃতিক বিচ্যুতি তিনি বরদাস্ত করবেন না! 


আরও পড়ুন: বিনামূল্যে দেশবাসীকে কোভিড টিকা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের: প্রতাপ ষড়ঙ্গী