নিজস্ব প্রতিবেদন : মাদ্রাসা নিয়ে বড়সড় সিদ্ধান্ত অসম সরকারের। বন্ধ করে দেওয়া হবে সরকার পরিচালিত মাদ্রাসা এবং সংস্কৃত টোল। সেগুলিকে আধুনিক স্কুলে পরিণত করা হবে। জানিয়েছেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধের পক্ষে রাজ্যের যুক্তি হল, মাদ্রাসা বা টোল চালানো কোনও ধর্মনিরপেক্ষ সরকারের কাজ হতে পারে না। প্রসঙ্গত, ২০১৭ সালেই অসমের বিজেপি সরকার মাদ্রাসা ও টোল বোর্ড দুটির অবলুপ্তি ঘটায়। দুটি বোর্ডকে মিশিয়ে দেওয়া হয় সেকেন্ডারি বোর্ড অফ অসমের সঙ্গে।


আরও পড়ুন, নেতাদের অপরাধ-শাস্তির রেকর্ড ওয়েবসাইটে জানাতে হবে, রাজনৈতিক দলগুলিকে কড়া 'সুপ্রিম' নির্দেশ


এখন অসমের শিক্ষামন্ত্রীর যুক্তি হল, রাজ্যে প্রায় ১২০০ মাদ্রাসা এবং দুশোর বেশি সংস্কৃত টোল আছে। তাদের কোনও স্বাধীন বোর্ড নেই। তাই সেগুলি পরিচালনে সমস্যা হচ্ছে। ফলে অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, মাদ্রাসা এবং টোলগুলিকে সাধারণ স্কুলে পরিণত করা হবে।