নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হল ভোটগণনা। ত্রিপুরায় ৫৯ আসনেই লড়াই মূলত বাম বনাম বিজেপি।ত্রিপুরায় এবার রেকর্ড ৮৯ শতাংশ ভোট পড়েছে।রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজ্যের উপজাতি অধ্যুষিত ২০টি আসনই ফারাক গড়ে দেবে। অধিকাংশ বুথফেরত সমীক্ষা বিজেপির দিকে পাল্লাভারীর আভাস দিয়েছে। তবে সমীক্ষা দিয়ে দিয়ে কিয়দংশ ভোটারের মত জানা যায় না।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোট পড়েছে ৭৫ শতাংশ। ১০ বছর ধরে মেঘালয়ের ক্ষমতায় কংগ্রেস। সেই রাজ্যেই এবার কংগ্রেসের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ার জোরাল হয়েছে। মেঘালয়ে ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। সেখানে ৪৭টি আসনে লড়াই করছে বিজেপি। এনপিপির সঙ্গে এরাজ্য বিজেপি জোটের কথা চালাচ্ছে। ফলপ্রকাশের পর জোট হতে পারে বলে জল্পনা।


 রাজনৈতিক মহলের মতে, ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড- ৩টি ছোট রাজ্যের নির্বাচন হলেও তার রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। ত্রিপুরায় বামদুর্গের পতন হলে জাতীয় রাজনীতিতে আরও কোণঠাসা হবে বামেরা। আর মেঘালয় কংগ্রেসের হাতছাড়া হলে ফের একবার রাহুলের নেতৃত্ব নিয়ে উঠবে প্রশ্ন। নাগাল্যান্ডেও বিজেপি ক্ষমতায় এলে বিরোধীদের শিরঃপীড়া নিঃসন্দেহে আরও বাড়বে। সবমিলিয়ে গোটা দেশেরই নজর ৩ রাজ্যের জনাদেশে।