সভা বাতিলের জন্য আমাকে ২৫ লক্ষ দেওয়ার প্রস্তাব দিয়েছে কংগ্রেস, অভিযোগ ওয়াইসির
কংগ্রেস ও বিজেপিকে একযোগে নিশানা করলেন এআইএমআইএম প্রধান।
নিজস্ব প্রতিবেদন: তেলেঙ্গানায় ভোটের লড়াই জমিয়ে দিলেন অল ইন্ডিয়া মদলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাউদ্দিন ওয়াইসি। ওয়াইসির অভিযোগ, তাঁকে প্রচার থেকে বিরত রাখার জন্য ২৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস।
তেলেঙ্গানার নিরমলে এআইএমআইএমের সভায় ওয়াইসি বলেন,'এখানে সভা বাতিল করার জন্য আমাকে ২৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। ওদের ঔদ্ধত্যের আর কি প্রমাণ চাই? আমাকে কেনা যাবে না'।
এদিন, কংগ্রেসের সঙ্গে বিজেপিকেও বিঁধেছেন আসাউদ্দিন ওয়াইসি। তেলেঙ্গানায় নির্বাচনী ইস্তাহারে গোদানের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সেই প্রসঙ্গ টেনে ওয়াইসি বলেন,''তেলেঙ্গানায় ইস্তাহারে রাজ্যে ১ লক্ষ গরু বিতরণের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। একটা কি ওরা আমায় দেবে? খুব সম্মানের সঙ্গে রেখে দেব আমি। কিন্তু প্রশ্ন হল, ওরা সত্যিই কি দেবে? এটা রসিকতার বিষয় বরং ভাবনাচিন্তার যথেষ্ট অবকাশ রয়েছে''। তাঁর আরও অভিযোগ, এআইএমআইএম বা কংগ্রেসমুক্ত ভারত চায় না বিজেপি, বরং মুসলিমমুক্ত দেশ চায় তারা।
প্রসঙ্গত, তেলেঙ্গানার চন্দ্রায়নগুট্টা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়েছেন আসাউদ্দিনের ভাই আকবরউদ্দিন। তেলেঙ্গানার সংখ্যালঘু এলাকায় ফারাক গড়ে দিতে পারে আসাউদ্দিনের দল, মত রাজনৈতিক মহলের একাংশের। তবে কংগ্রেসের দাবি, আসলে বিজেপির বি টিম আসাউদ্দিনের দল। সংখ্যালঘু ভোটে বিভাজন ঘটিয়ে গেরুয়া শিবিরের ফায়দা করিয়ে দেয় তারা।
দিন কয়েক আগে তেলেঙ্গানায় ভোটপ্রচারে সভায় মজলিসমুক্ত রাজ্য গড়ার ডাক দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সে কথা তুলে আসাউদ্দিন বলেন,''তেলেঙ্গানায় এসে মজলিস হায়দরাবাদ গড়ার ডাক দিয়ে গিয়েছেন অমিত শাহ। আপনারা মজলিসমুক্ত হায়দরাবাদ নয়, বরং ভারতকে মুসলিমমুক্ত করতে চান। ভারতে মুসলিমদের কোণঠাসা করতে চান আপনারা''। আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানায় বিধানসভার ভোটগ্রহণ।
আরও পড়ুন- তড়িত্ গতিতে ছুটে চলছে ভারতীয় ট্রেন -১৮, দেখুন ভিডিও