নিজস্ব প্রতিবেদন: গুজরাটে নির্বাচনের প্রচারপর্ব থেকেই 'নরম হিন্দুত্বে'র পথ নিয়েছেন রাহুল গান্ধী। মন্দিরে মন্দিরে পুজো দিয়েছিলেন। সোমনাথ মন্দির দর্শনের সময় তাঁর ধর্ম নিয়ে উঠেছিল প্রশ্ন। তখন কংগ্রেস জানিয়েছিল, রাহুল গান্ধী পৈতেধারী হিন্দু। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানের ভোটপ্রচারেও রাহুলের মন্দিরযাত্রায় ছেদ পড়েনি। বিজেপি পাল্টা রাহুলের গোত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। সোমবার পুষ্করে পুজো দিয়ে নিজের গোত্র জানালেন রাহুল  গান্ধী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মন্দিরে পুজো দেওয়ার সময় নিজের গোত্র বলা রীতি সনাতনী সংস্কৃতিতে। পুষ্করে রাহুল নিজের পরিচয় দিয়েছেন, কোল (কাশ্মীরি) ব্রাহ্মণ এবং দত্তাত্রেয় গোত্র। পুষ্করের পূজারীও জানিয়েছেন, রাহুলের গোত্র দত্তাত্রেয়। তিনি কাশ্মীরি ব্রাহ্মণ। ইলাহাবাদের নেহরের ধারে থাকতেন। সে জন্য নাম পদবী নেহরু। 



পুষ্করে পুজো দেওয়ার পর রাহুল গান্ধী লিখেছেন, ''আমি রাহুল গান্ধী, শ্রী রাজীব গান্ধীর পুত্র, ২৬-১১-২০১৮  সোমাবার পুষ্কর দর্শন ও পুজো-অর্চনা করতে এসেছি। আমাদের কূল পুরোহিত দীনানাথ কোলের হাত দিয়ে পুজো করিয়ে মন প্রসন্ন হয়ে উঠেছে। ভারত তথা বিশ্বের শান্তির কামনা করছি''।  



নিজেকে পৈতেধারী হিন্দু হিসেবে রাহুল গান্ধী পরিচয় দেওয়ার পর থেকেই তাঁর গোত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি মুখপাত্র সম্বিত্ পাত্র। কিন্তু গোত্র বলতে পারেননি কংগ্রেস নেতারা। পাঁচ রাজ্যে নির্বাচনের আগে বিজেপির আক্রমণ প্রতিহিত করতেই রাহুলের গোত্র প্রকাশ্যে আনা হল বলে মত রাজনৈতিক মহলের একাংশের।


১৯৪৯ থেকে ১৯৯০ পর্যন্ত ব্রাহ্মণদের প্রাধান্য ছিল। তবে ধীরে ধীরে রাজস্থানের রাজনীতিতে ব্রাহ্মণদের প্রতিপত্তি খর্ব হয়েছে, সে কারণেই কি ভোটের আগে নিজের ব্রাহ্মণ পরিচয় প্রকাশ করে দিলেন রাহুল গান্ধী, উঠছে প্রশ্ন।


আরও পড়ুন- রথ থেকে নামতে গিয়ে হোঁচট অমিত শাহের, দেখুন ভিডিও