নিজস্ব প্রতিবেদন: এখনও পর্যন্ত পাওয়া প্রবণতা অনুযায়ী রাজস্থানে অনেকটাই পিছিয়ে বিজেপি। কংগ্রসে এগিয়ে ৯১ আসনে। অন্যদিকে ৬৭ আসনে এগিয়ে বিজেপি। বুথ ফেরত সমীক্ষার আভাস অবশ্য এরকমই ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-LIVE Update: শুরু হল ৫ রাজ্যের ভোটগণনা, ছত্তীসগঢ়ে ভাগ্যপরীক্ষা রমন সিংয়ের


রাজস্থানের টোঙ্ক বিধানসভা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বিজেপির একমাত্র মুসিলম প্রার্থী ইউনুস খান। তিনি লড়াই করছেন শচীন পাইলটের বিরুদ্ধে। বসুন্ধরা রাজেকে নিয়ে বড় টেনশন ছিল বিজেপির। ঝালরপাটান কেন্দ্রে তিনি এখনও পর্যন্ত এগিয়েই রয়েছেন। উদয়পুর কেন্দ্রে পিছিয়ে রেয়ছেন বিজেপি প্রার্থী গুলাবচাঁদ কাটারিয়া।


মধ্যপ্রদেশেও বিভিন্ন কেন্দ্রে পিছিয়ে বিজিপির কয়েকজন স্টার প্রার্থী। শিবপুরি আসনে এগিয়ে যশোধরা রাজে সিন্ধিয়া। ইন্দোর ৩ আসনে পিছিয়ে কৈলাশ বিজয়বর্গিয়র ছেলে আকাশ বিজয়বর্গিয়। দামোয় পিছিয়ে কংগ্রেসের ডাক্তার রামকৃষ্ণ কুশমারিয়া। বুধানিতে অবশ্য এগিয়ে রেয়েছেন শিবরাজ সিং চৌহান। এই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে লড়াই করছেন কংগ্রেসের রামচন্দ্র। মোরেনায় পিছিয়ে রয়েছেন বিজেপির রুস্তম সিং।


আরও পড়ুন-মহারাষ্ট্রের ধুলে পুরভোটে ধুলো থেকে ক্ষমতায় বিজেপি  


অন্যদিকে, ছত্তীসগঢ়ে নিজের আসনে পিছিয়ে রয়েছেন অজিত য়োগী। নিজের আসনে প্রথমদিকে পিছিছে থাকলেও পরে ফের এগিয়ে গিয়েছন রমন সিং।


এখনও পর্যন্ত পাওয়া প্রবণতা অনুযায়ী,


মধ্যপ্রদেশে ১০১ আসনে এগিয়ে বিজেপি। ১১৬ আসনে এগিয়ে কংগ্রেস।


রাজস্থানে ৮০ আসনে এগিয়ে বিজেপি।


১০৫ আসনে এগিয়ে এগিয়ে কংগ্রেস।


ছত্তীসগঢ়ে ২৫ আসনে এগিয়ে বিজেপি।


কংগ্রেস এগিয়ে ৫৭ আসনে।


তেলেঙ্গানায় ৯৫ আসনে এগিয়ে টিআরএস।


কংগ্রেস এগিয়ে ১৭ আসনে।


মিজোরামে এমএনএফ এগিয়ে ২৬ আসনে।


বিজেপি ২ আসনে এগিয়ে।


কংগ্রেস এগিয়ে ৯ আসনে।