নিজস্ব প্রতিবেদন: নাগাল্যান্ডে প্রবলভাবে উঠে আসছে বিজেপি। ইতিমধ্যেই তারা এগিয়ে গিয়েছে ১২টি আসনে। শাসক দল এপিএফ ৩টি আসনে এগিয়ে। ১টি আসনে এগিয়ে কংগ্রেস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেঘালয়ে ৪টি আসনে এগিয়ে বিজেপি। তবে তাদের উত্তর-পূর্বে তাদের শরিক এপিপি এগিয়ে ১১টি আসনে। ভোটের পর জোট সরকার হতে পারে বলে জল্পনা।   


অন্যদিকে, ত্রিপুরায় টি-২০-র স্লগওভারের মতো রুদ্ধশ্বাস লড়াই চলছে বাম-বিজেপির। কখনও বামেরা ব্যবধান বাড়াচ্ছে, তো কখনও আবার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে সিপিএম। এখনও পর্যন্ত ২৩টি আসনে এগিয়ে সিপিএম। বিজেপি ২২টি আসনে। কংগ্রেস ২টি আসনে এগিয়ে। 


ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোটগণনা। ত্রিপুরায় ৫৯ আসনেই লড়াই মূলত বাম বনাম বিজেপি। ত্রিপুরায় এবার রেকর্ড ৮৯ শতাংশ ভোট পড়েছে। নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোট পড়েছে ৭৫ শতাংশ। ১০ বছর ধরে মেঘালয়ের ক্ষমতায় কংগ্রেস। মেঘালয়ে ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। সেখানে ৪৭টি আসনে লড়াই করছে বিজেপি।