নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরা রুদ্ধশ্বাস লড়াই চলছে বাম-বিজেপির। প্রথমে বিজেপি এগিয়ে গেলেও এবার পাল্টা লড়াই ছুড়ে দিয়েছে সিপিএম। ৩২টি আসনে এগিয়ে গেল সিপিএম। বিজেপি এগিয়ে ২৭টি আসনে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাগাল্যান্ডে এগিয়ে গিয়েও পিছিয়ে পড়েছে বিজেপি। তারা ২৪টি আসনে এগিয়ে। ২৮টি আসনে এগিয়ে লড়াইয়ে ফিরে এসেছে এনপিএফ। 


মেঘালয়ে কংগ্রেস এগিয়ে ২০টি আসনে। বিজেপি ৫টি ও এনপিপি ১৬টি আসনে এগিয়ে। অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে। 


ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোটগণনা। ত্রিপুরায় ৫৯ আসনেই লড়াই মূলত বাম বনাম বিজেপি। ত্রিপুরায় এবার রেকর্ড ৮৯ শতাংশ ভোট পড়েছে। নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোট পড়েছে ৭৫ শতাংশ। ১০ বছর ধরে মেঘালয়ের ক্ষমতায় কংগ্রেস। মেঘালয়ে ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। সেখানে ৪৭টি আসনে লড়াই করছে বিজেপি।