নিজস্ব প্রতিবেদন: জুন মাসে তাপমাত্রার দাবদাহ (Heatwave) নেই। অসহ্য গরমের দাপট নেই। রাজধানী দিল্লির (Delhi Weather) এহেন আবহাওয়া বিস্মিত করছে সকলকে। মঙ্গলবার সর্বকালীন সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়ল দিল্লি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা মাত্র ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। জুন মাসে তাপপ্রবাহের নিরিখে যখন অন্যান্য বছর শিরোনামে থাকে দিল্লি তখন এই বছর তা কার্যত উল্টো প্রমাণিত হল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার রাতে আসলে দিল্লি জুড়ে ভারী বৃষ্টিপাত হয়। সঙ্গে ঠান্ডা ঝড়ো হাওয়া। বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়। ফলে তাপমাত্রা অনেকটা কমে যায়। আজও  রাজধানীর কিছু জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মৌসম ভবন (IMD) জানিয়েছে, শুধু সর্বনিম্ন তাপমাত্রায় রেকর্ড নয়। গত ১৩ বছরের তুলনায় এ বছর মে মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দিল্লিতে। গোট মে মাসে তাপপ্রবাহ দেখাই যায়নি। গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রাতেও রেকর্ড গড়েছে দিল্লি। এবছর সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রির বেশি পৌঁছতেই পারেনি।


আরও পড়ুন: DRDO's 2DG করোনার ওষুধ : কারা খাবেন? কারা খাবেন না? বিস্তারিত জানাল সংস্থা
আরও পড়ুন: হাতি-বাঘ মুখোমুখি! তারপর কী হল? ভিডিও শেয়ার করলেন Dia Mirza


এর আগে জুন মাসে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা এত নিচে নেমে যাওয়ার নজির ছিল ২০০৬ সালে। ২০০৬-এর ১৭ জুন তারিখে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৮ ডিগ্রিতে। সেখানে এবার তার চেয়েও কিছুটা কম তাপমাত্রা।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)