ওয়েব ডেস্ক:  তাঁর সম্পর্কে কত কিছুই না অজানা রয়ে গেছে এখনও। প্রতিদিনই কিছু না কিছু চাঞ্চল্য়কর তথ্য় উঠে আসছে। প্রথম থেকেই রাম রহিম বলে আসছিলেন, তিনি নাকি ঈশ্বরের দূত। আর ভক্তরাও সে কথা চোখ বুঝে বিশ্বাস করতেন। জানেন কি, ভক্তদের বোকা বানিয়ে কীভাবে ডেরার মধ্য়েই জমাটি ব্য়বসা শুরু করেছিলেন রাম রহিম। জানলে, আপনি আঁতকে উঠবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়মে প্রকাশিত খবর অনুযায়ী, সোনার দরে ভক্তদেরকে সবজি বিক্রি করত ধর্ষক বাবা।


যেমন..


একটা কাঁচা লঙ্কার দাম বাবার ডেরায় ছিল ১০০০ টাকা।


আধ কিলো মটরের দাম এক লক্ষ টাকা।


 এক একটি পেঁপে পাঁচ হাজার টাকা


দুটো টোম্যাটো দু’হাজার টাকায়


অবাক হওয়ার নেই। এই দামেই ডেরার ভিতরে সবজি বিক্রি করতেন রাম রহিম। অদ্ভূতভাবে বাবার ভক্তরাও চোখ বুজে এই আকাশছোঁয়া দামে সবজি কিনত। ভক্তদের রোজগার অনুযায়ী  তাদের কাছে চড়া দাম হাঁকতো রাম রহিম। এই সবজি হল ঈশ্বরের প্রসাদ, এই বলে কার্যত লুঠ করত ভক্তদের টাকা। আর ‘ঈশ্বরের দূত’ রাম রহিমের থেকে এই সবজি প্রসাদ দাম দিয়ে কিনতে পারলে নিজেদের ধন্য মনে করত বাবার অনুগামীরা।